Home অস্ট্রেলিয়া ক্লার্কের সংসার ভাঙার খরচ ৩৩৯ কোটি টাকা

ক্লার্কের সংসার ভাঙার খরচ ৩৩৯ কোটি টাকা

by Sha id
ক্লার্কের সংসার ভাঙার খরচ ৩৩৯ কোটি টাকা

ক্লার্কের সংসার ভাঙার খরচ ৩৩৯ কোটি টাকা

ক্লার্কের সংসার ভাঙার খরচ ৩৩৯ কোটি টাকাদাম্পত্যজীবন অবসানের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। বাংলাদেশি মুদ্রায় এ বিচ্ছেদের খরচ প্রায় ৩৩৯ কোটি টাকা বিয়ের আগে কাইলির সঙ্গে দেড় বছর প্রেম করেছিলেন মাইকেল ক্লার্ক।

বিয়ের পর চার বছর আগে তাঁদের কোল আলো করে এসেছে মেয়ে কেলসি লি। কিন্তু অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, ভেঙে যাচ্ছে ক্লার্কের এত দিনের সংসার। সাত বছরের দাম্পত্যজীবন চুকিয়ে দিচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এ বিচ্ছেদের খরচ ৪ কোটি ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৩৩৯ কোটি টাকা)।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম ‘দ্য অস্ট্রেলিয়ান’-

এ বিচ্ছেদ নিয়ে যৌথ বিবৃতি দেন ক্লার্ক ও কাইলি, ‘কিছুদিন আলাদা থাকার পর আমরা দম্পতি হিসেবে বিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিয়েছি। এটি বোঝাপড়ার ভিত্তিতেই হচ্ছে। একে অপরের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে আমরা পারস্পরিক সমঝোতার মাধ্যমে সেরা সিদ্ধান্তটাই নিয়েছি যে ভাগাভাগি করে মেয়ের দেখাশোনা করব।’

অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক ক্লার্কের দাম্পত্যজীবন ভালো কাটছে না—এমন গুঞ্জন উঠেছিল আগেই। সংবাদমাধ্যম জানিয়েছে, পাঁচ মাস আগে থেকেই আলাদা থাকছেন সেলিব্রেটি এই দম্পতি। কাইল মিস অস্ট্রেলিয়া প্রতিযোগিতায় বেশ কয়েকবার অংশ নিয়েছেন। এ ছাড়া ক্যারিয়ার গড়েছেন মডেলিং ও অভিনয়েও। তাঁর এবং মেয়ের জন্য ভাউক্লসের বাড়ি ছেড়ে দিয়েছেন ক্লার্ক। নিজে থাকছেন ৮০ লাখ ডলারের বন্ডি বিচফ্রন্ট বাসায়। ইনস্টাগ্রামে সেখানকার একটি ছবিও পোস্ট করেছেন সাবেক এ ব্যাটসম্যান, বর্তমানে ধারাভাষ্যকার ও বিশ্লেষক

মেয়েকে ভাগাভাগি করে দেখাশোনার সব বন্দোবস্ত করে ফেলেছেন দুজন। বিচ্ছেদের খরচের অঙ্কটা নির্ধারিত হয়েছে দুজনের আলোচনার ভিত্তিতে। এ জন্য আদালতের শরণাপন্ন হতে হয়নি তাদের। কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতায় এ বিচ্ছেদের সিদ্ধান্ত হয়নি। যৌথ বিবৃতিতে দুজন জানিয়েছেন, ‘আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে টানাহেঁচড়া না করার অনুরোধ জানাচ্ছি। জীবনের পরবর্তী ধাপটা আমরা ঠিক করে নিতে পারব। পরিবারকে সমর্থন দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ

You may also like

Leave a Comment