Home বাংলাদেশ গান-নাটকে করোনা তাড়ানোর অভিনব পন্থা ইরাকের!

গান-নাটকে করোনা তাড়ানোর অভিনব পন্থা ইরাকের!

by crictake

বিশ্বজুড়ে প্রলয় সৃষ্টি করেছে আণুবীক্ষণিক জীব নভেল করোনাভাইরাস। এরই মধ্যে ভাইরাসের বিষাক্ত ছোবলে বিশ্বে প্রাণ গেছে প্রায় আড়াই লাখ মানুষের। আক্রান্ত হয়েছে প্রায় ৩৬ লাখ। ভাইরাস ছড়িয়েছে সাদ্দাম হোসেনের দেশ ইরাকেও। তবে ভাইরাস তাড়াতে অভিনব পদ্ধতি নিয়েছে ইরাকিরা। নাটক-কৌতুক ও গানে গানে করোনা তাড়ানোর প্রচেষ্টা চলছে দেশটিতে!

ভাইরাসটির বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে রেডিও-টেলিভেশনে নানা নাটক ও কৌতুক অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। এসব অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক দূরত্ব, হাত ধোয়া ও মাস্ক পরার মতো নানা স্বাস্থ্যবিধি শেখানো হচ্ছে। লকডাউনের মধ্যে গোটা আরবজুড়েই ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এসব অনুষ্ঠান।

এসব অনুষ্ঠানের মধ্যে ‘বাব আল-হারা’ নামে ১০ পর্বের একটি নাটক সবচেয়ে জনপ্রিয় হয়েছে। দক্ষিণের শহর বসরাভিত্তিক এই নাটকটিতে করোনা মহামারিকে গুরুত্বের সঙ্গে নেয়ার কথা বলা হয়েছে। নাটকটি ১৯৩০ দশকের সিরিয়ার একটি টিভি সিরিয়ালের নকল। পুরুষ অভিনেতাদের লম্বা ও চওড়া গোঁফ, সিরিয়ার আঞ্চলিক ভাষা আরবদের মজিয়ে রেখেছে।

উল্লেখ্য, ইরাকে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২ হাজার ২৯৬ জন। এদের মধ্যে মৃত্যুবরণ করেছে ৯৭ জন। সুস্থ হয়ে ফিরেছেন ১ হাজার ৪৯০ জন।

সূত্র- ইন্ডিয়া টুডে।

You may also like

Leave a Comment