Home আই পি এল টেন্ডুলকারের ‘প্রথম প্রেমে’র ভিডিও

টেন্ডুলকারের ‘প্রথম প্রেমে’র ভিডিও

by Sha id
টেন্ডুলকারের ‘প্রথম প্রেমে’র ভিডিও

টেন্ডুলকারের ‘প্রথম প্রেমে’র ভিডিও

ভালোবাসা দিবসে জীবনের প্রথম প্রেমকে স্মরণ করলেন শচীন টেন্ডুলকার ভিডিও

টেন্ডুলকারের ‘প্রথম প্রেমে’র ভিডিওপ্রথম ভালো লাগা, চিরকালীন মন কেমনের লাল-নীল পাতা। ছেড়ে গেলে বেশি করে মনে পড়ে। বসন্তের প্রথম দিনে শচীন টেন্ডুলকারেরও মন কেমন করছে। দিনটা ভালোবাসার বলেই টেন্ডুলকার স্মরণ করলেন জীবনের প্রথম ‘প্রেম’কে।

অঞ্জলি টেন্ডুলকারের তাতে খুশিই হওয়ার কথা। অঞ্জলি সহ্য করেছিলেন, পাশে ছিলেন বলেই তো জীবনের প্রথম প্রেমকে পূর্ণতা দিতে পেরেছেন টেন্ডুলকার। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ক্রিকেট? ঠিক, আবার পুরো ঠিকও না। আজ ভালোবাসা দিবসে দুপুরে একটি টুইট করেন ভারতীয় কিংবদন্তি—প্রথম প্রেমের কাছে ফেরার ভিডিও জুড়ে দিয়ে। লিখেছেন, ‘আমার প্রথম ভালোবাসা।’

অস্ট্রেলিয়ায় দাবানলে দুর্গতদের জন্য তহবিল সংগ্রহে কিছুদিন আগে প্রীতি ম্যাচ খেলেন টেন্ডুলকার। সেখানে তাঁর সঙ্গে ছিলেন ব্রায়ান লারা-অ্যাডাম গিলক্রিস্টরা। তারই প্রস্তুতিতে নেটে ব্যাটিংয়ের ভিডিও পোস্ট করে কথাটি লিখেছেন টেন্ডুলকার। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড গড়া সাবেক এ ব্যাটসম্যান বুঝিয়েছেন, ক্রিকেট এবং আরেকটু গভীরে গেলে ব্যাটিং—স্ট্রেট ড্রাইভ—তাঁর প্রথম প্রেম। ভিডিওটি ছিল টেন্ডুলকারের স্ট্রেট ড্রাইভ অনুশীলনের। ভারতের সাবেক পেসার ইরফান পাঠান টেন্ডুলকারের এ টুইটে মন্তব্য করেন, ‘আর আপনি আমাদের প্রথম প্রেম।’

You may also like

Leave a Comment