Home অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় বিশ্বকাপ জয়ের চেয়েও বড়

টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় বিশ্বকাপ জয়ের চেয়েও বড়

by Sha id
টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় বিশ্বকাপ জয়ের চেয়েও বড়

টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় বিশ্বকাপ জয়ের চেয়েও বড়

টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় বিশ্বকাপ জয়ের চেয়েও বড়বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়কে বিশ্বকাপ জয়ের চেয়েও বড় করে দেখছেন চেতেশ্বর পুজারা।চেতেশ্বর পুজারার ক্যারিয়ারই বলে দেয় কোন সংস্করণ তাঁর পছন্দের।
এক দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ৭৫ টেস্ট।

সে তুলনায় ওয়ানডে খেলেছেন মাত্র ৫টি, টি-টোয়েন্টিতে এখনো দেখাই যায়নি ভারতীয় ব্যাটসম্যানকে। পুজারার কাছে তাই টেস্ট ক্রিকেটই ধ্যান-জ্ঞান। একজন ক্রিকেটারের সামর্থ্যের প্রমাণ দেওয়ার সর্বোচ্চ জায়গাও সেটি। আর সে জায়গায় (টেস্ট) বিশ্বচ্যাম্পিয়ন হওয়া পুজারার কাছে বিশ্বকাপ জয়ের চেয়েও বড়

নিউজিল্যান্ডের মাটিতে ভারতের দুই টেস্টের সিরিজ শুরু হবে আগামী শুক্রবার। তার আগে এই মুহূর্তে নিউজিল্যান্ড একাদশের সঙ্গে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে ভারত। পুজারা প্রস্তুতি ম্যাচে নিজেকে ঝালিয়ে নিতে ব্যস্ত। এর মধ্যে ভারতের সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে কথা বললেন ছয় বছর আগে সর্বশেষ ওয়ানডে খেলা পুজারা, ‘টেস্টে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ের চেয়েও বড়। কারণ এটাই সর্বোচ্চ জায়গা।’

পুজারা বলেন, ‘অতীতের যেকোনো গ্রেট ক্রিকেটার, এমনকি বর্তমান খেলোয়াড়দেরও জিজ্ঞেস করুন, সবাই বলবে, ক্রিকেটে টেস্টই সবচেয়ে চ্যালেঞ্জের। আর এ সংস্করণে বিশ্বচ্যাম্পিয়ন হতে পারলে তো কথাই নেই।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এ পর্যন্ত ৭ ম্যাচে ৭ জয়ে ৩৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত। ১০ ম্যাচে ৭ জয় ও ১ ড্রয়ে ২৯৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে অস্ট্রেলিয়া

You may also like

Leave a Comment