Home বাংলাদেশ লকডাউন শহরে শত শত ভেড়ার হানা

লকডাউন শহরে শত শত ভেড়ার হানা

by crictake

করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার কারণে সারাবিশ্ব যেন থমকে আছে। বেশিরভাগ মানুষ এখন ঘরবন্দি। মানুষে মানুষে শারীরিক দূরত্ব।

তবে ভেড়ার পাল কি আর করোনাভাইরাস বোঝে! এত সংখ্যক ভেড়া অবশ্য লকডাউন করে রাখাও মুশকিল। তুরস্কের সামসুন  শহরে সম্প্রতি লকডাউন ভেঙে রাস্তায় নামতে দেখা গেছে শত শত ভেড়া।

শহরটির রাস্তা ফাঁকা থাকায় অনেকটা বিক্ষোভ মিছিলের মতো করে পুরো রাস্তা আটকে হেঁটে গেছে তারা।

সেই ঘটনার ভিডিও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি প্রকাশ করেছে। তাতে দেখা যায়, ভেড়াগুলো একই গতিতে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তাদের মধ্যে কেউই ইউটার্ন নিচ্ছে না।

সূত্র : বিবিসি

You may also like

Leave a Comment